আগরতলা, ১৭ জুন : আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। সেই সঙ্গে আহতদের সব ধরনের সরকারি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- "একটি দূভার্গ্যজনক ঘটনায় আগরতলা -শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির নিকট দূর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে অবগত হই।
মালগাড়ির সাথে এই সংঘর্ষে তিনটি বগি বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। রাজ্য সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের উদ্ধার এবং সুরক্ষার বিষয়ে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আমি এই দূর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
0 মন্তব্যসমূহ