Advertisement

Responsive Advertisement

আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে

আগরতলা, ১৭ জুন: আগরতলা থেকে কলকাতার শিয়ালদা স্টেশনগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের একটু আগে রাঙাপানির কাছে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা সেই সঙ্গে মালগাড়ির বহু কামরা ছিটকে পড়েছে বলে আগরতলা রেলওয়ে স্টেশনের চিফ টিকেট ইন্সপেক্টর সুকান্ত রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। 
তিনি আরো বলেন, ট্রেনের পেছন দিকের তিনটি কামরার মধ্যে একটি পার্সেল ভ্যান, একটি সাধারণ যাত্রী কোচ ও একটি এসএলআর ভ্যান ছিল। এই ট্রেনে রিজার্ভ সিটতে প্রায় ১হাজার ৫০০জন যাত্রী ছিল। তবে এই ঘটনায় ত্রিপুরা রাজ্যের কোন যাত্রীর হতাহতের খবর নেই বলে জানিয়েছেন। আগরতলা রেল স্টেশনে যাত্রীদের পরিবারের সহায়তার জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। যাত্রীদের খোঁজ নিতে আসা পরিবারের সদস্যদেরকে হেল্পলাইন নম্বরে ফোন করার কথা বলা হচ্ছে এই হেল্প ডেক্স থেকে। 
তবে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আগরতলা থেকে ট্রেনে ওটা যাত্রীদের পরিবারের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ