Advertisement

Responsive Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রিপার বাড়িতে প্রবেশ করে ভেঙ্গে দিল বাড়িসহ গাড়ি

এই নিউজ এর ভিডিও দেখার জন্য পাশের লিংকে ক্লিক করুন 👈

আগরতলা, ৯ জুন : নিয়ন্ত্রণ হারিয়ে মাল বাহির ট্রিপার ঢুকে গেল বাড়িতে। বাড়ির গেট বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে রাখা প্রাইভেট কার দুমড়ে-মুছরে দেয়। রবিবার সাত সকালে এই ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার বনমালী পুরের বিকে রোডের। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম নিবিড় দেব। তিনি অভিযোগ করেন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে তার বাড়িতে। কিছুদিন পূর্বে কেনা নিবিড়বাবুর গাড়ি গেট সব ভেঙে যায়। নিবিড় দেবে ও উনার স্ত্রীর অভিযোগ ড্রাইভার মদমত্ত হয়ে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনার ঘটায়। দুর্ঘটনার ফলে নিবিড় বাবুর প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয় বলে জানান তিনি। প্রসঙ্গত রাতভর ড্রাইভাররা মদমত্ত হয়ে গাড়িগুলি নিয়ে শহরে ট্রিপ দিয়ে থাকে যা খুবই বিপজ্জনক। যদি বাড়ির গেটে কেউ থাকতো তাহলে মৃত্যু অবধারিত ছিল বলেও জানান। 
 এই ঘটনা প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ গোটা রাজধানী জুড়ে এভাবে প্রতিদিন এবং প্রতিমুহূর্তে ইট বালি সিমেন্ট ইত্যাদি ভারী পণ্য নিয়ে বেপরোয়া গতিতে ট্রিপার চলাচল করে। যার ফলে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে অন্য যানবাহন চালকরা রীতিমতো বেকায়দায় পড়ে যান। এই পরিস্থিতি দেখে মুক্তি চাইছেন রাজধানীবাসী। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। এখন দেখার এরকম দুর্ঘটনা রোধে ট্রাফিক কি ব্যবস্থা নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ