আগরতলা, ১৮ জুন : যান দুর্ঘটনায় গুরুতর আহত এক কিশোর ও এক কিশোরী। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে আগরতলায় আস্তাবল ময়দানের কাছে। গুরুতর আহত এলিনা দেববর্মা ও কিম দেববর্মা দুই জনেই বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দুই জনেই নবম শ্রেণীতে পাঠরত। এলিনা দেববর্মার অবস্থা খুবই আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। তার বাড়িলে লেফুঙ্গা এলাকায়। ছেলেটির বাড়ি টাকারজলা। বাইক, মারুতি ও অটো তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এলিনা ও কিম একই বাইকে ছিল। বর্তমানে দুইজনেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালেছুটে যান দুই কিশোরে কিশোরীর অভিভাবক সহ আত্মীয় পরিজনেরা। এই ঘটনা আবারো প্রমান করে নাবালকদের হাতে বাইক স্কুটি তুলে দেওয়া কতটা বিপজ্জনক।
0 মন্তব্যসমূহ