অয়ন নাগ ধর্মনগর, ১৩ জুন : আবারও রাজ্যে প্রবেশের আগেই ড্রাগসের বিরুদ্ধে আসাম পুলিশের বড়সড় সাফল্য। করিমগঞ্জ জেলার লামাজুয়া এলাকায় বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩ পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলেন।
বলেরো কেম্পাস গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ ২০ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই তিন পাচারকারীরা হল ত্রিপুরার খাইরুল হোসেন, মামুন মিয়া ও নবীর হোসেন।
পরে পুলিশ এই তিন পাচারকারীকে গ্রেফতার করে বদরপুর থানায় নিয়ে যায় এবং এই টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে যানা যায় ।পাশাপাশি এই বৃহৎ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়া পাচারকারীর সঙ্গে আরো কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে করিমগঞ্জ পুলিশ।
0 মন্তব্যসমূহ