Advertisement

Responsive Advertisement

শনিবার থেকে শুরু হবে রবি মরশুমের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা

আগরতলা, ১৪ জুন : অন্যান্য বছরের ন্যায় এবছরও চলতি রবি মরসুমের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনবে রাজ্য সরকার। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ধান কেনার প্রক্রিয়া শুরু হবে দক্ষিণ জেলার শান্তিরবাজারে। এই কর্মসূচিতে উপস্থিত থাবেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, খাদ্য এবং জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ উভয় দপ্তরের আধিকারিকরা। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই ধান কেনার প্রক্রিয়া চলবে। শনিবার শুরু হওয়া এই কার্যক্রম ৩১ জুলাই পর্যন্ত জারি থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় এর জন্য পর্যায়ক্রমে মোট ৩১টি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে। এই মরসুমে ১৬ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এই জন্য সহায়ক মূল্য বাবদ মোট প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে। যা পরবর্তীতে ভারত সরকার কাছ থেকে সংগ্রহ করা হবে। বর্তমানে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা যা ভারত সরকার দ্বারা নির্ধারিত। এছাড়া, এই ক্ষেত্রে সংগ্রহ এবং আনা নেওয়া বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। 
ন্যূনতম সহায়ক মূল্য ২,১৮৩ টাকা প্রতি কুইন্টাল, একজন কৃষক সর্বোচ্চ ৫০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন। ১৫ই জুন, ২০২৪ থেকে রাজ্যে পর্যায়ক্রমে ব্লক ভিত্তিক ৩১টি ধান ক্রয় কেন্দ্র খোলা হবে। ধান বিক্রয় করতে ইচ্ছুক কৃষকদের নিকটবর্তী কৃষি বিভাগের অফিস অথবা মহকুমা শাসকের অফিসে (খাদ্য বিভাগ) যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ