Advertisement

Responsive Advertisement

কাঞ্চনবাড়িতে নবনির্মিত ১০টি মার্কেট স্টলের দ্বারোদঘাটন করলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ২৫ জুন : গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায় সমিতির মাধ্যমে আত্মনির্ভর ভারত গঠনে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার কাঞ্চনবাড়িতে জাতীয় সমবায় উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের সহযোগিতায় সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিত ১০টি মার্কেট স্টলের দ্বারোদঘাটন হয়। মন্ত্রী সুধাশু দাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি কাঞ্চনবাড়ি এলাকার বেকার যুবক যুবতীরা আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার ক্ষেত্রে এই সমবায় সমিতি আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্ত্রীর পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ লগ্নে মন্ত্রী দোকানঘর প্রাপকদের হাতে চাবি তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ