আগরতলা, ৫ জুন : বিজেপি কিষান মোর্চা প্রতাপগড় মন্ডল ও বড়জলা মন্ডল বৃক্ষরোপনের মাধ্যমে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। প্রথম অনুষ্ঠানটি হয় প্রতাপগড় মন্ডলের বিদ্যাসাগর চৌমুনীর শনি মন্দির প্রাঙ্গণে, সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি প্রতাপগড় মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব এবং বিজেপি কিষান মোর্চা প্রতাপগড় মন্ডল সভাপতি সমীর রায় প্রমুখ। বড়জলা মন্ডলে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়। প্রথমত নতুন নগর বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ ও দ্বিতীয়ত পশ্চিম ভুবনবন স্কুল প্রাঙ্গণে সেখানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায়, কিষান প্রদেশ সম্পাদিকা প্রতিচী ভৌমিক, কোষাধ্যক্ষ অমরচান সরকার, জেলা সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দেব, বিজেপি বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায় কিষান মোর্চা বড়জলা মন্ডল সভাপতি রাজু ভৌমিক প্রমুখ। প্রত্যেকটি জায়গায় কিষান মোর্চার সদস্যগণ অতি আনন্দ ও উল্লাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বর্ষাকাল ব্যাপি রাজ্যের প্রতিটি মন্ডল এ বৃক্ষরোপণ অভিযান চলবে বলে কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়।
0 মন্তব্যসমূহ