Advertisement

Responsive Advertisement

রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সবার মতামত আহ্বান করলেন মন্ত্রী শান্তনা চাকমা


আগরতলা, ২৭ জুন : রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে ও প্রত্যেকে আত্মনির্ভর হওয়ার জন্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে। সেগুলি সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। সবাই উদ্যোগী হলেই আত্মনির্ভর হওয়া সম্ভব। বৃহস্পতিবার  কথাগুলি বলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সবার সহযোগিতা ও মতামত প্রকাশের আহ্বান জানান তিনি। 
ইন্টারন্যাশনাল MSME দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার এক অনুষ্ঠান হয়। হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইনডোর হলে এই অনুষ্ঠান হয়েছে । তাতে দপ্তরের মন্ত্রী ছাড়াও অন্যান্য আধিকারিকরা ছিলেন। মূলত স্বনির্ভরতার লক্ষেই এই অনুষ্ঠান হয়। তাতে গুরুত্ত দেওয়া হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের উপর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ