Advertisement

Responsive Advertisement

সাত বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের কারাবাসের নির্দেশ


খোয়াই, ১৪ জুন : সাত বছরের নাবালিকাকে ধর্ষন মামলায় অভিযুকে ২০ বছরের কারাদণ্ড দিলো খোয়াই জেলার বিশেষ পকসো আদালত। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসেরনির্দেশ দেন বিচারক।
 ঘটনা বিবরণ দিতে গিয়ে সরকার পক্ষে আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেন, গত ১৯এপ্রিল ২০২১ তারিখে তেলিয়ামুড়া মহকুমার  মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় ৭বছরের এক নাবালিকাকে প্রতিবেশী ৬৫ বছরের ব্রজেন্দ্র দেববর্মা ধর্ষন করে করে বলে অভিযোগ করা হয়। ওই দিনেই নাবালিকার বাবা ঘটনার বিবরণ দিয়ে মুঙ্গিয়াকামি থানায় ব্রজেন্দ্র দেববর্মার বিরুদ্ধে ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে নিজ বাড়ি থেকে। তদন্ত শেষে পুলিশ ৩১ জুলাই ২০২১তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে মামলার শুনানি চলাকালে মোট ১৪জন সরকার পক্ষে সাক্ষ্য দেন। তার ভিত্তিতে অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মাকে আদালতে দোষী সাব্যস্ত হয়। খোয়াইয়ের বিশেষ পকসো আদালতের বিচারক শুক্রবার এই মামলার সাজা শোনান। একইসাথে ৫০ হাজার টাকার জরিমানা করেন। সরকার পক্ষ থেকে মামলাটি পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য্য ও অজিত সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ