Advertisement

Responsive Advertisement

নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ মিছিল


আগরতলা, ১৪ জুন : ত্রিপুরা বিধানসভায় গ্রুপ C , গ্রুপ D এর ৩৭টি পদ সহ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডিগ্রি কলেজগুলোতে এসিস্ট্যান্ট প্রফেসর, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ-এ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। কেন এই পরীক্ষাগুলো বাতিল করা হলো, অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করে সরকারি চাকরিতে নিয়োগ করার দাবিতে সরব হয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। তাদের দাবিগুলিকে সামনে রেখে শুক্রবার বিকেল ৪ টি বামপন্থী ছাত্র যুব সংগঠন যথাক্রমে DYFI, SFI, TSU এবং TYF যৌথ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে। তারা আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ও শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার সিটি সেন্টারের সামনে আসে। এরপর তারা প্যারাডাইস চৌমনিতে বসে রাস্তা বন্ধ করে দেয়। তাদের দাবি অবিলম্বে সরকারি যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ