আগরতলা, ৭ জুন : ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বিকেলে আগরতলার সিটি সেন্টার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পর্যন্ত একটি "অ্যান্টি ড্রাগ" র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির উদ্বোধন করবেন পশ্চিম জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ড. কিরণ কুমার কে, সুপারিনটেনডেন্ট অফ ট্রাফিক পুলিশ মানিক দাস, জিবি হাসপাতালের সিনিয়র গাইনোকলজিস্ট ডা. জে. এল. বৈদ্য, ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস।
বর্তমান যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কবল থেকে বাঁচানোর উদ্দেশ্যে ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের এই প্রয়াস। এই র্যালিতে উপস্থিত থেকে সমাজকে নেশা মুক্তির ব্যাপারে সচেতন করার জন্য সকলকে আহ্বান জানান তনয় দাস।
0 মন্তব্যসমূহ