Advertisement

Responsive Advertisement

আবারো আগরতলা রেল স্টেশনে আটক ২ বাংলাদেশী সেই সঙ্গে আটক ৪ দালাল


আগরতলা, ১৫জুন : আন্তর্জাতিক মানব পাচারকারীদের নিরাপদ করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত। সীমান্তে বিএসএফের প্রহরা থাকলেও প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। আবারো আগরতলা রেল স্টেশনের জিআরপি থানা ও গোয়েন্দা বিভাগ তৎপরতায় কলকাতা আগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুইজন বাংলাদেশী ও চারজন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, তাদের কাছে শুক্রবার বিশেষ সূত্রে খবর আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারী যাবে। সেই খবরের ভিত্তিতে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জোয়ানদের বিশেষ সতর্ক করে দেওয়া হয়। স্টেশনে থাকা দুজন মানুষকে দেখে কর্তব্যরত জিআরপি থানার পুলিশের সন্দেহ হয়। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে বাংলাদেশের নাগরিক। গ্রেফতারকৃত যুবতীর নাম রূপসী রানী। বাড়ী কুমিল্লা জেলা এবং পুরুষটির নাম হলো সকুল বৈদ্য। বাড়ী চাঁদপুর। 
বাংলাদেশীদের সহযোগিতায় সেই সঙ্গে ভারতীয় দালালদেরকেও গ্রেফতার করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে ভারতীয় মুদ্রা ও বাংলাদেশের মুদ্রা সহ মোবাইল পাওয়া যায় সেগুলো আটক করা হয়। শনিবার তাদেরকে আদালতে তোলা হয় বলেও জানান জিআরপি থানার ওসি তাপস দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ