Advertisement

Responsive Advertisement

মুষুল ধারে বৃষ্টিতে উত্তর জেলার কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি জুড়ে জলে থৈ থৈ অবস্থা

অয়ন নাগ, ধর্মনগর, ১৯জুন : মুষুল ধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লাকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থৈথৈ অবস্থা। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। এরমধ্যে এক নং ওয়ার্ডের মানিক নগরের অবস্থা ভয়াবহ রুপ ধারণ করেছে। ঐ এলাকায় ষাট থেকে সত্তোরটি পরিবারের বসবাস। মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পাশ্ববর্তী রাজ্য অসমের লঙ্গাই ও সিংলা নদী হয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে। ছোট বড় মোট ১০ টি ছড়া এবং ৩ টি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে। বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল প্রবেশের পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায়। তাছাড়া ইতিমধ্যে দুটি পরিবার কুর্তি হেল্থ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন। সাথে সকল‌ বাড়ি ঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মানিক নগর এলাকায় জলবন্দি জনগণ জানান, বর্তমানে নদী, নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি তরফে এখন পর্যন্ত তাদের কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি। বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ