Advertisement

Responsive Advertisement

যোগা দিবস উপলক্ষে আগরতলায় র‍্যালি অনুষ্ঠিত

আগরতলা, ২০ জুন: শুক্রবার ২১ জুন ১০তম আন্তর্জাতিক যোগা দিবস। এই দিবসকে উপলক্ষ্য করে পশ্চিম জেলা যোগা এসোসিয়েশনের উদ্যোগে ও প্রদেশ আয়ুষ মিশনের সহযোগিতায় শহরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার। 
এদিনের র‍্যালিটি রাজধানীর এগিয়ে চল সংঘ'র সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিংকু রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয় ভৃষন দাস সহ অন্যানরা।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিংকু রায় এই উপলক্ষে সাংবাদিকদের বলেন, যোগা খেলাধূলার একটি বড় অংশ। যোগা ভারতের একটি প্রাচীন পরম্পরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে ১৭৭টি দেশ এখন বিশ্ব যোগা দিবস পালন করে আসছে।
সেই সঙ্গে এদিন তিনি আরও বলেন, মন ও শরীরকে সুস্থ রাখতে যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রতিবছর ২১ জুন যোগা দিবস পালন করলে হবে না। দৈনন্দিন জীবনে যোগাকে গুরুত্ব দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ