Advertisement

Responsive Advertisement

বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বামুটিয়া এলাকায় বাইক চুরি

এই নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন 👈

আগরতলা, ১৯ জুন : বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বাইক চুরির ঘটনা বামুটিয়া এলাকায়, ঘটনা লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়ার মণ্ডল পাড়ায়। মঙ্গলবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ার ঠাকুরচাঁদ সরকারের ছেলে লিটন সরকারের পালসার বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই সঙ্গে রিপন সকারের ঘর থেকে নগদ ৫ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রীও নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি এর পেছনে ড্রাগস কারবারি, ড্রাগস সেবনকারীরা যুক্ত রয়েছে। এক সপ্তাহ যেতে না যেতেই দুই দুইটি বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপন সরকার জানান তিনি বাড়িতে না থাকার সুযোগে বাড়ির ওয়াল বেয়ে ভেন্টিলেটার দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চোরের দল ও চুরি করে ঘর থেকে পালিয়ে যায়। 
গত ১১জুন লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রথখলা এলাকা থেকে একটি বাইক চুরির এক সপ্তাহ যেতে না যেতেই আবারও মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ার বাইক চুরির ঘটনায় গোটা এলাকায় পুলিশের ভুমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এই এলাকায় পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠছে, পাশপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র ভূমিকায় ওঠছে নানান প্রশ্ন। এলাকায় বেড়েই চলছে গরু চুরি, বাইক চুরি। এলাকার জনগনের অভিযোগ চোরের দল গরু বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন। পুলিশ কোনো চুরি কান্ডই সুরাহা করতে পারছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ