Advertisement

Responsive Advertisement

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রদেশ কংগ্রেসের ডেপুটেশন


আগরতলা, ১৫ জুন : পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার অনেকটা আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাদের দাবি মনোনয়ন পত্র অনলাইন জমা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্যারা মেলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করাতে হবে। নির্বাচন যেন অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ৫ জনের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই দাবিগুলি জানিয়ে ডেপুটেশন দেয়। রাজধানীর গুর্খাবস্তি স্থিত নির্বাচন দপ্তরের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে দাবিসনদ পেশ করে তারা। তাদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিক ভাবে হয়নি। খসড়া ভোটার তালিকায়ও অনিয়ম হয়েছে বলে প্রদেশ কংগ্রেসের অভিযোগ। যাবতীয় বিষয়গুলিই রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে কংগ্রেস দলের প্রতিনিধিরা। রাজ্য নির্বাচন কমিশনক এখন কংগ্রেসের দাবিমতো কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ