Advertisement

Responsive Advertisement

মন্ত্রীর হাত ধরে বিলোনিয়ায় নবনির্মিত প্রাণি চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হলো

এই নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন লিংকে 👈

উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৬ জুন : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়ায় প্রানী চিকিৎসালয়ের নব নির্মিত ভবনের সুচনা হলো মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে। এই উপলক্ষ্যে বিলোনিয়া জেল রোডস্থিত প্রানী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের সামনে এই উদ্ধোধনী অনুষ্ঠানটি হয়। ফলক উন্মোচন ও ফিতা কেটে দ্বার উদ্ঘাটন হয় নব নির্মিত ভবনের। মন্ত্রীর সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, প্রাক্তন বিধায়ক শংকর রায়, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য অতিথিরা। 
 প্রাণিসম্পদ বিকাশ প্রকল্পে ১শো ১৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয় ভবনটি। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রানী চিকিৎসালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ নানা নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বর্তমান সরকারের তরফে। সাধারণ মানুষের আর্থিক অবস্থা উন্নতির কথা চিন্তা করে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ