আগরতলা ১৮ জুন : পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগেএক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি, এই ঘটনা বিশালগড়ে। জামাই ষষ্ঠীতে বেড়াতে যাওয়ার ফলে বাড়ি ফাঁকা হয়ে যায় এই সুযোগে বাড়িতে চুরি। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায়। সোমবার সন্ধ্যা রাতে স্বামী-স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে চলে যান বিশ্রামগঞ্জ এলাকায়। সেই সুযোগে চোরের দল নারাউড়া এলাকায় রূপা দেবনাথের বাড়িতে হানা দিয়ে ৯থেকে ১২ হাজার নগদ টাকাসহ দেড় থেকে দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে বাড়িতে এসে তারা চুরির ঘটনা আঁচ করতে পারেন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তবে বিশালগড়ে মানুষ পুলিশের প্রতি দিনের পর দিন আস্থা হারাতে চলছে। জানা যায় বিশালগড় এলাকায় চুরির ঘটনা বাড়লেও চোরের হদিস পায় না পুলিশ। তাই সাধারণ মানুষ আস্থা হারাচ্ছেন পুলিশের উপর থেকে।
0 মন্তব্যসমূহ