Advertisement

Responsive Advertisement

আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত শাসক দলের নেতা নারায়ন নাথ চৌধুরী

এই নিউজের ভিডিও দেখার জন্য ক্লিক করুন লিংকে 👈


অয়ন নাগ, ধর্মনগর, ২৬ জুন : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের চক্রান্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার কড়া জবাব দিয়ে নিজেকে সত্য প্রামানিত করলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা শাসক দলের নেতা নারায়ন নাথ চৌধুরী। প্রসঙ্গত ২০২০ সালের আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় তৎকালীন সময়ে গোটা রাজ্যেই শাসক বিরোধী উভয়ের দলের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি করেছিল। পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গ্রেফতারের দাবি উঠেছিল। এবার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হল। রাজ্যে  প্রথমবারের মতো বিজেপি সরকার আসার পর, তৎকালীন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজেপি নেতা নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে শীলতাহানির মামলা করেন কংগ্রেস নেত্রী অঞ্জলি নাথ চৌধুরী। মূলত কিছু সংখ্যক রাজনৈতিক নেতার অঙ্গুলে হেলনে এই মামলা বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন নারায়ন নাথ চৌধুরী। নারায়ণবাবু ভাইস চেয়ারম্যান পদে পদত্যাগ করেন। এদিকে মামলা চলতে থাকে জেলা দায়রা আদালতে। দীর্ঘ চার বছর যাবৎ শুনানির পর বুধবার উত্তর জেলা দায়রা আদালতের  জজ অংশুমান দেববর্মা  নারায়ণনাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় প্রদান করেন ।  এই আলোড়ন সৃষ্টিকারী মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পিপি পার্থ প্রতিম পাল। নারায়ণ নাথ চৌধুরীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র এডভোকেট সুব্রত সরকার এবং আইনজীবী প্রদীপ কুমার নাথ। মামলা রায়ের পর  নারায়ন নাথ চৌধুরীর জানান বিচার ব্যবস্থার উপর তার অগাধ বিশ্বাস ছিল, যে যাই বলুক না কেন উনি জানতেন যে উনি নির্দোষ। রাজনৈতিক ভাবে তাকে কলুষিত করতে ফাঁসানো হয়েছে। তাই একদিন না একদিন উনি নির্দোষ প্রমাণিত হবেন এই বিশ্বাস ছিল উনার। 
পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মূহুর্তে বিরোধীদের তোলা অভিযোগ মিথ্যে প্রমাণিত হতেই এলাকায় বিরোধী কংগ্রেস দলের উপর এলাকার জনগনের বিশ্বাস যোগ্যতা প্রশ্নের মুখে এসে দাড়িয়েছে। এই রায় বিরোধীদের উপর বড়সর ধাক্কা বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ