আগরতলা, ১০ জুন : নিজ শিশুর গলা টিপে খুন করলো জন্মদায়িনী মা। সোমবার সন্ধ্যায় চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার পশ্চিম জয়নগর এলাকায়। মৃত শিশুর নাম রাজদীপ গোয়ালা(৯)। খবর পেয়ে ঘটনা স্থলে ছোটে যান পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযুক্ত মা সুপ্রভাত গোয়ালা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে সে নিজ হাতে খুন করেছে বলে জানান, মহিলা আরো জানায় ছেলের ব্যবহারে অতিষ্ট হয়ে খুন করেছে। ছেলেটি কোন কথা শুনে না, ঘর থেকে টাকা চুরি করে। পড়াশুনা করে না। এমন কি ছেলে কে কাজে নিয়ে গেলে কাজের জায়গায় এতো উৎপাত করে ফলে মহিলার কাজ চলে যাচ্ছে। স্বামী পরিত্যক্তা সে রাজমিস্ত্রির কাজ করে বলেও জানায়। তার এক মেয়ে এবং এক ছেলে ছিল মেয়েটিকে ইতিমধ্যে বিয়ে দিয়ে দিয়েছে।
পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মহিলাকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে। ক্ষিপ্ত জনতার হাত থেকে মহিলাকে রক্ষা করে পুলিশ রীতিমতো ঘিরে গাড়িতে তুলে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়।
0 মন্তব্যসমূহ