আগরতলা, ৮ জুন : বর্তমান যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কবল থেকে বাঁচানোর উদ্দেশ্যে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক "অ্যান্টি ড্রাগ" র্যালির আয়োজন করা হয়। আগরতলা সিটি সেন্টার থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত র্যালি। এর সূচনা করেন বিশেষজ্ঞ গাইনোকলজিস্ট ড. জে. এল বৈদ্য। সেই সঙ্গে ছিলেন ত্রিপুরা বডিবিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন সভাপতি তনয় দাস। অ্যান্টি ড্রাগস র্যালির সূচনা করে অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বলেন বর্তমান যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কবল থেকে বাঁচানোর লক্ষ্য নিয়েই তাদের এই প্রয়াস। পাশাপাশি অ্যান্টি ড্রাগ র্যালিতে উপস্থিত থেকে ত্রিপুরার বিশেষজ্ঞ গাইনোকলজিস্ট ড. জে. এল বৈদ্য বলেন বর্তমানে মহিলা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এখন দেখা যায় কিছু মহিলারাও নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তাদের ভবিষ্যৎ তে মা হতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ছেলেদের পাশাপাশি মেয়েদের কেও নেশা থেকে মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার জে এল বৈদ্য।
0 মন্তব্যসমূহ