মোহনপুর, ১৫ জুন : নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সিধাই থানার অফিসার ইনচার্জ মঙ্গেশ পাটারির কাছে গোপন সূত্রে খবর আসে বড়কাঠাল এলাকার কান্তামুনি দেববর্মার বাড়িতে শুকনো গাঁজা মজুদ করে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি হেজামারাস্থিত ১২৪ ব্যাটেলিয়ান সিআরপিএফ জওয়ানদের সাথে নিয়ে যৌথ অভিযান চালান। অভিযানে কন্তামুনি দেববর্মার বাড়ি থেকে ২৮০ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়। সাথে দোলন দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দোলন দেববর্মা সম্পর্কে কান্তামুনি দেববর্মার মেয়ের জামাই। দোলন দেববর্মাকে শনিবার আদালতে প্রেরণ করা হয়। আটক করা শুকনো গাজার মূল্য প্রায় ২৩ লক্ষাধিক টাকা বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি মঙ্গেশ পাটারি বলেন।
0 মন্তব্যসমূহ