Advertisement

Responsive Advertisement

রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর উদ্যোগে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত


আগরতলা, ১৩ জুন : লোকসভা নির্বাচনের আদর্শ নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও প্রশাসনের উন্নয়নমূলক কাজে স্বাভাবিক ছন্দ ফিরে আসছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানী আগরতলার গোর্খা বস্তি এলাকার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের অধিকর্তার অফিসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকের পৌরহিত্য করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সেই সঙ্গে অধিকর্তা, প্রতিটি জেলার দপ্তরের উপ-অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 এদিনের এই পর্যালোচনা বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস সংরক্ষণকে জানান, দীর্ঘ সময় পর রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে বসা হয়েছে দপ্তরের তরফে। এদিনের এই বৈঠকে মূলত ২০২৩-২৪ অর্থবছরে দপ্তরের যে বাজেট ধরা হয়েছিল তা কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে। জেলায় জেলায় মাছ উৎপাদন ও পালনের কতটুকু অগ্রগতি হয়েছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে মাছের উৎপাদন কতটুকু বৃদ্ধি পেয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী দিনে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাজ্যে মাছের চাহিদার ১০০ শতাংশ উৎপাদন করা এখনো সম্ভব হচ্ছে না তবে এই লক্ষ্য পূরণের জন্য দপ্তর কাজ করছে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ