Advertisement

Responsive Advertisement

কৃষিবিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার কৃষি সচেতনতা শিবির

 
আগরতলা, ২৮ জুন : কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা লাটিয়াছড়াস্থিত অফিসে পরিবেশ বান্ধব কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সচেতনতা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি কিষান মোর্চা রাজ্য সভাপতি তথা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সংস্থান পরিচালনা সমিতির সদস্য প্রদীপ বরণ রায়। উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার বরিষ্ট বিজ্ঞানী তথা হেড ডঃ শতভিসা সরকার, বিশালগড় কৃষি তত্বাবধায়ক হিমানীশ লস্কর, সিপাহীজলা কে ভি কে বিশেষজ্ঞ বিজ্ঞানী ডঃ জয় দে এবং ত্রিপুরা সরকারের কৃষি দফতরের প্রাক্তন সহ অধিকর্তা তথা কিষান মোর্চা রাজ্য সম্পাদিকা প্রতিচী ভৌমিক। 
সভায় স্বাগত ভাষণ রাখেন কেভিকে প্রধান ডঃ শতভিসা সরকার। বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন ডঃ জয় দে প্রতিচী ভৌমিক ও বিশালগড় কৃষি তত্ত্বাবধায়ক হিমানীশ লস্কর মহোদয়গণ। ভারতবর্ষে বর্তমান কৃষি ব্যবস্থা সহ ত্রিপুরার যে কৃষি প্রগতি তার উপর বিশেষ আলোচনা রাখেন শ্রী প্রদীপ বরণ রায়। তিনি তার ভাষনে কৃষিবিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার কাজকর্মের ভুয়সী প্রশংসা করেন তিনি বলেন ২০১৮ সাল থেকে কৃষিবিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা অতি দায়িত্বের সাথে কৃষকের সেবা করে চলেছে। সভায় উপস্থিত ছিলেন গোলাঘাটি মন্ডলের নিকরা প্রকল্পের ৫০জন লাভার্থি কৃষক প্রত্যেক কৃষককে ৪০ কেজি করে জৈব সার দেওয়া হয় এবং চাষাবাদের সুবিধার জন্য কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে একটি পাওয়ার টিলার দেওয়া হয়। নিজের আয় দ্বিগুণ করার জন্য প্রত্যেক কৃষকের হাতে কৃষিবিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা পক্ষ থেকে প্রশংসা পত্র ও দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ