Advertisement

Responsive Advertisement

পুলিশের তৎপরতায় বিলোনিয়া থেকে চুরি যাওয়া গরু উদ্ধার সেইসঙ্গে আটক দুই চোর

এই নিউজ এর ভিডিও পেতে লিংকে ক্লিক করুন 👈

উৎপল বৈদ্য, বিলোনিয়া, ১৯ জুন : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়া থানার পুলিশ আটক করতে সক্ষম হলো দুই গরু চোরকে। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই গরু চোরের নাম শাহজাহান মিয়া ও মিজান মিয়া। পুলিশ এই দুই গরু চোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৮২(এফ) ধারায় মামলা রুজু করে। বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে। 
শাহজাহান মিয়ার বাড়ি শান্তিরবাজার মহাকুমাধীন বাইখোরা এলাকার। অপরদিকে সোনামুড়া মহাকুমাধীন মেলাঘর এলাকার মিজান মিয়ার বাড়ি। জানা যায় কুখ্যাত গরুর চোর হিসেবে পরিচিত এই মিজান মিয়া। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা। গত ১১ জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে ৪টি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। গরু চুরির ঘটনা টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দেয় সঞ্জিব নাগ। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দেয় বিভিন্ন থানাতে। অবশেষে গত ১২ জুন রাতে ইকো গাড়িকে করে উদয়পুরের কাকাড়াবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরুগুলি। এই ইকো গাড়িতে মোট চারটি গরু পাওয়া যায়। ইকো গাড়ি উদ্ধার হলেও গাড়ি চালক পালিয়ে যায়। এরপর পুলিশ গরু চোরের তল্লাশি জারি রাখে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদে পর শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইখোরা এলাকা থেকে। বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ রিমান্ড পেলে, ধৃতদের কাছ থেকে জানা যাবে আর কারা এই চক্রের সাথে জড়িত। তখন তদন্ত করে জালে তোলা হবে সেই চক্রের অন্য পান্ডা দের। 
বিলোনিয়া থেকে উৎপল বৈদ্যর রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ