Advertisement

Responsive Advertisement

এবছর সৌদি আরবে হজযাত্রীর ৫০০ বেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর


মক্কা, ২২ জুন : প্রতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে মৃত্যু হয় অনেকের হাজির। সাধারণত এদের বেশিরভাগেই মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে বলে অনেকের অভিমত। তবে এবছর হজের সময় বহু মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। গত কয়েক দিনের অস্বাভাবিক গরম বড় প্রভাব ফেলেছে বিশ্বের অন্যতম বড়ো এই ধর্মীয় সমাবেশে। ধারণা করা হচ্ছে, তীব্র তাপপ্রবাহের কারণে শত শত হাজিদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে সৌদি কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ না খুলে চুপ করে থাকায় নানা প্রশ্ন উঁকি দিচ্ছে, প্রশ্ন তুলছেন অনেকে। 
নাম না প্রকাশ করার শর্তে দুই আরব কূটনীতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, এবছর হজ পালনে গিয়ে মিশরের ৩২৩ জন, ইন্দোনেশিয়ার ১৩৮ জন, জর্ডানের ৪১ জন এবং তিউনিসিয়ার ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই তাপজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছেন। আবার অনেকের দাবি মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ