আগরতলা, ১২জুলাই : পশ্চিম জেলার অধীনে মোট পাঁচটি ব্লক রয়েছে। এই ব্লক গুলির অন্তর্গত পঞ্চায়েতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্লক গুলি হল বামুটিয়া, ডুকলি, জিরানীয় এবং পুরাতন আগরতলা ব্লক। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার মোট ভোটার রয়েছেন ২লক্ষ ১৮হাজার ৩৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১লক্ষ ১০হাজার ৭৩জন এবং মহিলা ভোটার রয়েছেন ১লক্ষ ৮হাজার ২৮৬জন এবং অন্যান্য ভোটার রয়েছেন চার জন। শুক্রবার দুপুরে পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার এক সাংবাদিক সম্মেলন দেখে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি আরো বলেন, পশ্চিম জেলার অধীনে পঞ্চায়েত রয়েছে ৯১টি, এই পঞ্চায়েত গুলিতে মোট আসন রয়েছে এক হাজার তেরো টি। পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে ৬৫টি এবং জিলা পরিষদে আসন রয়েছে মোট ১৭ টি। নির্বাচন প্রক্রিয়াকে যাতে অবাক এবং শান্তিপূর্ণ করা যায় তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও জানান।
এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ