Advertisement

Responsive Advertisement

আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ

আগরতলা, ৩০ জুলাই : আগরতলা পুর নিগম সাফাই কর্মীদের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান কমিটি। ডেইরি প্রেক্ষিতে সোমবার আগরতলা টাউন হলে সাফাই কর্মীদের সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,পুর নিগমের কমিশনার ডা শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন দপ্তরের অধিকারিক রজত পন্থসহ অন্যানরা। 
অনুষ্ঠানে সাফাই কর্মীদের হাতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। মেয়র বলেন, আগরতলা পুর নিগাম সাফাই কর্মীদের সুরক্ষার উপর সবসময়ই যত্নবান। তাদের স্বাস্থ্যের বিষয়ে পুর নিগম গুরুত্ব দিচ্ছে। সেদিকে লক্ষ রেখেই সাফাই কর্মীদের হাতে সুরক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয়। মানুষকে স্বচ্চতার জন্যে মানসিক ভাবে প্রস্তুত করার উপর গুরুত্ব দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ