আগরতলা, ১১জুলাই : এবছরও ভারী বৃষ্টির কারণে প্রতিবেশী রাজ্য আসামের বরাক উপত্যকার বড় অংশবন্যার কবলে। বিপুল সংখ্যক মানুষ বন্যার কারণে গৃহহীন হয়ে শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যা কবলিত অঞ্চলের অন্যতম বড় সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা। চারিদিকে অথৈ জল থাকলেও এই জল পান করা সম্ভব নয়। এমন পরিস্থিতি অনেকে দূষিত জল পান করে নানা পেটের রোগে ভুগেন। এই পরিস্থিতিতে সকলের সামনে খুব সহজেই এবং সস্তায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বন্যা কবলিত বরাকে পৌঁছে গিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পলিমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড হরজিত নাথ। তিনি নিজের মেধাকে কাজে লাগিয়ে অ গবেষণা করে জলকে পরিশ্রুত করার একটি যন্ত্র তৈরি করেছেন যার সাহায্যে খুব সস্তায় এবং সৌর বিদ্যুৎ কে কাজে লাগিয়ে জল পরিশ্রুত করা সম্ভব। গত দুইদিন ধরে তিনি বরাকের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যন্ত্রের সাহায্যে পরিচিত পানীয় জল তুলে দিচ্ছেন। গত বছরের ভয়াবহ বন্যাতেও তিনি তার উদ্ভাবিত এই যন্ত্রের সাহায্যে বন্যা কবলিত মানুষের মুখে তুলে দিয়েছিলেন পরিশ্রুত পানীয় জল।
0 মন্তব্যসমূহ