Advertisement

Responsive Advertisement

সেচ দপ্তরে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির তরফে ডেপুটেশন

আগরতলা, ৩০ জুলাই: জলের অভাবে রাজ্যের কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। জমিতে সেচের জন্য যে পাম্প লাগানো হয়েছিল এগুলোর প্রায় আশি শতাংশের বেশি বিকল হয়ে পড়ে আছে এই অভিযোগ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির। সেই সঙ্গে বৃষ্টি না হওয়ায় সেচের উৎসগুলোও বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সকল কারণে জন্য কৃষকরা সঠিক সময়ে তাদের কৃষিকাজ শুরু করতে পারছেন না। 
তাই জমিতেসেচের পাম্প মেশিনগুলো তাড়াতাড়ি চালু করার দাবিতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে জল সম্পদ দফতরের ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার। এ দিনের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সবার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। 
 ডেপুটেশন শেষে বেরিয়ে আসার সময় তিনি উপস্থিত সংবাদ মাধ্যমকে পবিত্র কর বলেন, রাজ্যে বর্তমানে আমন ঋতু চলছে। কিন্তু জলের অভাবে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি না হওয়ায় সেচের উৎসগুলোও বিপর্যস্ত হয়ে পড়েছে। এঅবস্থায় কৃষকরা তাদের কৃষিকাজ শুরু করতে পারছেন না। কৃষি কাজের উপযুক্ত সময় চলে যাচ্ছে। ফলে রাজ্যের বেশির ভাগ জায়গায় এখন কৃষি সংকট চলছে। তাই সেচের পাম্প মেশিনগুলো তাড়াতাড়ি চালু করার দাবিতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে জল সম্পদ দফতরের ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি আহ্বান জানান সরকার কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে দ্রুত পেঁচার পাম্প লীগের ঠিক করে দিক। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ