আগরতলা, ৬ জুলাই : মহান রাষ্ট্রপ্রেমী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা 'ভারত কেশরী' ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
আজকের এই কার্য্যক্রমে "এক দেশ, এক বিধান, এক নিশান ও এক প্রধান" এই চিন্তা-চেতনার পথিকৃৎ, ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের রক্ষায় নিজের প্রাণের আহুতি প্রদানকারী ব্যক্তিত্ব তথা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বর্ণময় জীবনের উপর স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত মূল কার্য্যক্রমে সকল দলীয় নেতৃত্ব ও কার্য্যকর্তাদের উপস্থিতিতে হয় এই কার্য্যক্রম।
0 মন্তব্যসমূহ