আগরতলা, ৫ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "এক পেড়(বৃক্ষ), মা কে নাম" অভিযানে অনুপ্রাণিত হয়ে শুক্রবার বন দপ্তর আয়োজিত ৫ মিনিটে ৫ লক্ষ চারাগাছ রোপন কর্মসূচির রাজ্যভিত্তিক কার্য্যক্রমে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই কার্য্যক্রমের অঙ্গ হিসেবে মোহনপুরের তারানগরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকাবাসীর মধ্যে চারাগাছ বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগকে সামনে রেখে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় জনগণের মধ্যে।
0 মন্তব্যসমূহ