আগরতলা, ২ জুলাই : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ফারমার্স ক্লাব চন্দ্রপুরের উদ্যোগে বনমালীপুর মন্ডলের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার চন্দ্রপুর আইএসবিটি মিলনায়তনে। উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি তথা অল ত্রিপুরা ফারমার্স ক্লাবের রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়, বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, কিষান মোর্চা সদর জেলা সভাপতি প্রণব পাল, কিষান মোর্চা বনমালী পুর মন্ডল সভাপতি রতন মজুমদার, বনমালী পুর মন্ডল সংখ্যালঘু মোর্চা সভাপতি মোঃ জামশেদ আলী প্রমুখ।
সভায় স্বাগত ভাষণ রাখেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ফারমার্স ক্লাবের সভাপতি তথা বনমালীপুর কিষান মোর্চার সাধারণ সম্পাদক চিন্ময় দে, বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব উনার ভাষণে বিজেপি সরকারের আমলে কৃষকের যে সুযোগ সুবিধা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। প্রধান অতিথির ভাষণে প্রদীপ বরণ রায় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকের জন্য যেসব কাজ করেছেন তার বিস্তৃত আলোচনা করেন তিনি বলেন এই পর্যন্ত ত্রিপুরার কৃষক শুধু কিষান সম্মান নিধি প্রকল্পে সরাসরি কেন্দ্র থেকে ১৭টি কিস্তির মাধ্যমে ৭০০ কোটি টাকার বেশি আর্থিক উপকার পেয়েছেন যা বিগত সরকারের আমলে কৃষক কল্পনাই করতে পারেনি। উচ্চ মূল্যে সরকারের নিকট ধান বিক্রি করতে পারছেন এবং রাজ্য সরকার কৃষকের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করে কৃষকের সহায়তা করছেন তিনি বলেন আজকের যে বীজ বিতরণী অনুষ্ঠান এই বীজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার নর্থইস্ট কম্পনেন্ট প্রকল্পের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিয়ে থাকেন এই প্যাকেটে মোট আট প্রজাতির উচ্চ ফলনশীল বীজ আছে যা কৃষকের মুখে হাসি ফুটাবে এবং এই বীজ সরাসরি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ও ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান নতুন দিল্লি থেকে সরাসরি এসেছে অতি উন্নত মানের এই বীজ। রাজ্যের কৃষক সমাজকে সচেতন থাকতে হবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারী ও রাজনৈতিক দালালদের সংস্পর্শে যেন উনারা না আসেন তাতে দেশ ও দশের ক্ষতি হওয়ার সম্ভাবনা। সভায় ৫০ জনেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে নেতৃত্বরা এই উন্নত ধরনের সবজি বীজের প্যাকেট তুলে দেন।
0 মন্তব্যসমূহ