আগরতলা, ৯ জুলাই : অল ত্রিপুরা ফারমার্স ক্লাবের উদ্যোগে রামচন্দ্রঘাট মন্ডলের বিশিষ্ট সমাজসেবীদের সহায়তায় স্থানীয় লালটিলা গ্রামে গরীব কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হয়। এতে গ্রামের প্রায় দেড় শতাধিক গরীব কৃষক উপকৃত হন। মঙ্গলবার অনুষ্ঠানটি হয় লালটিলা বাজার সংলগ্ন সভাগৃহে। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়, রামচন্দ্রঘাট মন্ডলের বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব দেববর্মা রূপক ঘোষ প্রমূখ।
প্রধান অতিথির ভাষণে অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক সমাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথমেই কিষান সম্মান নিধির ১৭ নম্বর কিস্তি প্রদানের সম্মতি জ্ঞাপন করেন। এতে ভারতের ৯ কোটি ৩০ লক্ষ কৃষক উপকৃত হন ও রাজ্যের ২ লক্ষ ৫২ হাজার কৃষক ১৮ জুন ১৭ নম্বর কিস্তির মাধ্যমে ২,০০০টাকা করে পেয়েছেন। তিনি বলেন এখানে যে বীজ বিতরণ হচ্ছে সেটাও ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট'র আওতায় কৃষকের জন্য এক সেবা প্রকল্প। এই প্যাকেট গুলিতে প্রতিজন কৃষকের জন্য ৮ প্রকারের উচ্চ ফলনশীল সবজি বীজ রয়েছে। সমাজের গরীব কৃষকরা যাহাতে উপকৃত হন সেইদিকে লক্ষ্য রেখে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ও ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান এর যৌথ প্রচেষ্টায় এই বীজ সরাসরি দিল্লি থেকে এসেছে আমাদের রাজ্যের কৃষক সমাজ এই বীজ চাষ করে উপকৃত হবেন।
0 মন্তব্যসমূহ