Advertisement

Responsive Advertisement

রাজধানীর কলেজটিলা থেকে ধৃত দুই পলাতক নেশা কারবারি

আগরতলা, ২০ জুলাই : নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে রাজধানী আগরতলার কলেজটিলা এলাকা থেকে পলাতক দুই নেশা কারবারিকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায় কলেজটিলা এলাকায়। তাতে দুই ড্রাগস কারবারিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই তারা পলাতক ছিল। একজনের নাম রাজা সাহা আরেকজনের নাম অর্জুন দেবনাথ। শুক্রবার কলেজটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
 তিনি আরো জানান, ধৃতরা এনডিপিএস আইনে অভিযুক্ত ছিল। পাচার কাজে ব্যাবহৃত গাড়িটিও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় ধৃত দুই যুবককে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ