আগরতলা, ৫ জুলাই : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ধারা অব্যাহত রাখতে শুক্রবার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সুশাসনের গ্যারান্টিকে তৃনমুল স্তরে আরও সশক্ত করার লক্ষ্যে, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সকল মন্ডল সভাপতি, জেলা সভাপতি, মন্ডল পর্যবেক্ষক সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ