Advertisement

Responsive Advertisement

হলুদ পাখি

                              
                                         কল্যাণী ভট্টাচার্য

হলুদ পাখি গাছের ডালে
এসে বসে রোজ
একদিন সে না আসলে
মনের মাঝে চলে খোঁজ। 
সকাল বেলা মুড়ি খেতে
উড়ে আসে কোলের মাঝে
ও মনে হয় পড়সী হয়ে
থাকতে চায় কাছে কাছে। 
একদিন সে যাবেই চলে
সে যে মুক্ত বিহঙ্গ
ভাবিলে মন উদাস হয়
দিস না তুই সঙ্গ।
ও পাখি তুই যাস না উড়ে
নীল গগনের আঙিনায়
সারা জীবন থাকবি তুই
আমার মনের পিন্জিরায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ