আগরতলা, ১৭ জুলাই : রাজধানী আগরতলার হারাধন সংঘ এলাকায় বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী পাইপ লাইনে আগুন লাগে, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন আনতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টিএনজিসিএল'র আধিকারিক সহ টেকনিক্যাল টিম তারাও দীর্ঘ সময় ধরে চেষ্টা করেন কিন্তু আগুনের আনতে পারেনি। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম জেলা জেলা শাসক ডা বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। আগুন নেভানোর জন্য জেলাশাসক ওএনজির সঙ্গে যোগাযোগ করেন। রাস্তার পাশের কভার ড্রেনে জল প্রবেশের যে লোহার জালি লাগানো রয়েছে জালির ভিতর দিয়ে আগুনের নীল শিখা ধাউ ধাউ করে জ্বলছে। ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইন পেতে এই অগ্নিকাণ্ড। এলাকায় এই ঘটনার জেলায় আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে আগুন নেভানোর চেষ্টাও চলছে।
0 মন্তব্যসমূহ