আগরতলা, ২৭ জুলাই : সারা দেশের মধ্যে অন্যতম সুপরিচিত ও ভালো চিকিৎসা পরিষেবা পাওয়ার ঠিকানা হচ্ছে যশোদা হাসপাতাল। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ত্রিপুরা রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও রোগীরা এখানে এসে দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। বিকাশ দেবনাথ নামে রাজ্যের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পেনক্রিয়াটিস এর সমস্যায় ভুগছিলেন। বহু জায়গায় চিকিৎসা করিও ফল না পাওয়ার পর অবশেষে তিনি শরণাপন্ন হন যশোদা হাসপাতালের। সেখানের অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসার ফলে তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। শনিবার বিকেলে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার সুস্থ হয়ে ওঠার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। পাশাপাশি তাকে সুস্থ করে তোলার জন্য যশোদা হাসপাতালের ডাক্তারদেরকে ধন্যবাদ জানান।
এদিন তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তাদের হাসপাতালের নানা উন্নত চিকিৎসা পরিষেবার কথা।
0 মন্তব্যসমূহ