Advertisement

Responsive Advertisement

মোহনপুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট আটক

দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ১১ জুলাই: পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানাধীন ব্রহ্মকুণ্ড কলোনিতে অভিযান চালিয়ে ২০প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার পুলিশ। এ দিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান বিশেষ সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রম্ভকুণ্ড কলোনির বাসিন্দা রূপক ভট্টাচার্যের বাড়ি ইয়াবার প্যাকেট গুলো আটক করা হয়। এই প্যাকেটগুলি থেকে মোট চার হাজার ট্যাবলেট উদ্ধার হয়। যার কালো বাজারে মূল্য প্রায় ২০লক্ষ টাকা হবে বলে জানান মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন। অভিযান চলাকালে অভিযুক্ত রূপক ভট্টাচার্য বাড়িতে ছিলেন না। যদিও তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। অতিসত্বর তাকে জালে তোলা হবে বলেও জানিয়েছেন।
অভিযানে মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি ছিলেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, সুন্দর টিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং, মোহনপুর মহকুমার ডিসিএম সহ এক ঝাঁক পুলিশ এবং টি এস আর বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ