Advertisement

Responsive Advertisement

লেক চৌমুহনী বাজারের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিতে চালানো হবে বুলডোজার


আগরতলা, ৩০ জুলাই : শেষ পর্যন্ত আগরতলা শহরের লেক চৌমুহনী বাজারের চরম ও ব্যবস্থার দিকে নজর দিয়েছে আগরতলা পুরনিগম। বাজারের ভেতর যত্রতত্র দোকান পাঠ গড়ে তোলা, সরকারি জায়গা ব্যবহার করে ব্যবসা চালানো, বাজার পরিষ্কার পরিছন্ন না রাখা এমনকি ব্যস্ততম রাস্তা ও সেতুর ওপর ব্যবসায়ীদের বসতে দিচ্ছে বাজার কমিটির সদস্যরা। অভিযোগ দূর-দূরান্ত থেকে সবজি সফল মন নিয়ে আসা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে যত তথ্য বসতে দেওয়া হচ্ছে এক্ষেত্রে মানা হচ্ছে না পুরো নিগমের আইন কানুন এবং ট্রাফিক বিধি। এই পরিস্থিতিতে সহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও কমিশনার শৈলেশ কুমার যাদব লেক চৌমুহনি বাজার সহ রাস্তা এবং আশেপাশের এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। তারা কথা বলেন বাজারের সাধারণ ব্যবসায়ী এবং বাজার পরিচালন কমিটির সঙ্গে। লেক চৌমুহনি বাজারের দূরাবস্থা সরেজমিনে পরিদর্শন করে ক্ষোভ ব্যাক্ত করেন পুর নিগমের মেয়র । এই অবস্থা থেকে পরিত্রানের জন্য বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন লেক চৌমুহনি বাজার সহ রাস্তা নালা এবং জলনিকাশী ব্যবস্থাও পরিদর্শন করেন। খুব শীঘ্রই পুর নিগম এই বাজারের সংস্কারে হাত লাগবে বলে জানান মেয়র। এই বাজারের সামনে সবসময় যানজট লেগেই থাকে। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদের তিন দিনের মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্যে বলেন মেয়র । অন্যথায় পুর নিগম ভেঙে দেবে বলে সাফ জানিয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ