প্যারিস,২৮ জুলাই: শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক গেমস। আর চলমান এই প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় দলের সাফল্য কামনা করে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের তরফে রাজ্যের ৪০লক্ষ মানুষের
ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা রবিবার তুলে দেওয়া হলো ভারতীয় অলিম্পিক দলের তিন শীর্ষ প্রতিনিধির হাতে।
এদিন দুপুরে অলিম্পিক গেমসে ভিলেজে ভারতীয় টেবিল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমলেশ মেহেতা, ভারতীয় টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিল ধ্রুপর এবং ভারতীয় রোয়িং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম ভি শ্রী রামের হাতে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের শুভেচ্ছা বার্তা তুলে দেন সুজিত রায়। ভারতীয় টেনিস এসোসিয়েশন এবং ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের প্রতিনিধি হয়ে প্যারিস অলিম্পিক গেমসে হাজির হয়েছেন সুজিত রায়।
এদিকে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন তথা রাজ্যের ৪০লক্ষ মানুষের শুভেচ্ছা বার্তা গ্রহণ করে তারা বলেন ত্রিপুরার মানুষের এই ভালোবাসা ও শুভেচ্ছার সম্মান জানিয়ে ভারতীয় দলের ক্রীড়াবিদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া হবে।
0 মন্তব্যসমূহ