আগরতলা, ৩১জুলাই : রাতে আগরতলা শহরের ফ্লাইওভার যেন মৃত্যুপুরী হয়ে যায়। কিছুদিন পর পর ফ্লাইওভার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে।
ফের ফ্লাইওভারের রেলিঙ এ ধাক্কা মারুতি গাড়ির। এই ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ আহত চার জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে এডি নগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা আইজিএম হাসপাতালে নিয়ে যান। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে ফায়ার ব্রিগেডের কর্মীরা জানিয়েছেন। আহতরা হলেন প্রসেনজিৎ চক্রবর্তী, প্রবীন বসাক শীল, মলয় কুমার সাহা, কমল কৃষ্ণ সাহা। বর্তমানে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে আটক করে এ ডি নগর থানায় নিয়ে যায়পুলিশ। গাড়িটির নম্বর টিআর o১বিএন ০৩৬২। দুর্ঘটনা আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর পর সুশীল আচার্য নামে এক দমকল কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা বিকট আওয়াজ শুনে স্টেশন থেকে বের হয়ে দেখে এই ঘটনা।
0 মন্তব্যসমূহ