অয়ন নাগ, ধর্মনগর, ১১জুলাই : রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এরি প্রেক্ষিতে বৃহস্পতিবার উত্তর জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকের পৌরহিত্য করেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সেই সঙ্গে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাশাসক এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করেন।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস সহ অন্যান্য আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ