Advertisement

Responsive Advertisement

ঝড়ো প্রচার করে পিপলস্ ইন্ডিয়া দল মনোনয়ন দাখিল করে


অয়ন নাগ, ধর্মনগর, ১৭ জুলাই : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই শাসক দল সহ বিরোধী কংগ্রেস, সিপিএম এর সাথে পাল্লা দিয়ে কোমর বেঁধে মাঠে ঝড়ো প্রচারে পিপলস্ ইন্ডিয়া দল। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে সাত জন প্রার্থী সহ একটি সমিতি আসন ও দুটি জেলা পরিষদের আসনে প্রার্থী দিয়েছে পিপলস‌ ইন্ডিয়া। জেলা পরিষদের দুই নং এবং চার নং আসনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেই এদিন সন্ধ্যায় কদমতলা বাজারে সুবিশাল মিছিল করে পিপলস্ ইন্ডিয়া দল। তারপর রাত আটটায় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের গর্জন টিল্লার জামাল উদ্দিনের বাড়িতে এক উঠান সভার আয়োজন করা হয়। এদিনের উঠান সভায় উপস্থিত ছিলেন পিপলস্ ইন্ডিয়ার সুপ্রিমো রহমত আলী সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। সাথে এদিন বিভিন্ন দল ছেড়ে একশো জন ভোটার পিপলস্ ইন্ডিয়া দলে সামিল হয়েছেন বলে জানান দলের সুপ্রিমো রহমত আলী। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন দলের সুপ্রিমো রহমত আলী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ