আগরতলা, ১৫ জুলাই : গত কিছুদিন আগে রাজ্য মন্ত্রী সভার সদস্য শুক্লা চরণ নোয়াতিয়ার মাতৃ বিয়োগ হয়। সোমবার উনার গর্জি রোথাইছড়াস্থিত বাড়িতে গিয়ে শুক্লা চরণ নোয়াতিয়া সহ পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার মা স্বর্গীয়া মঙ্গলকন্যা নোয়াতিয়া স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমা ভৌমিক।
0 মন্তব্যসমূহ