আগরতলা, ১১জুলাই : রাজধানী আগরতলার উষা বাজার এলাকার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনকে গৌহাটি থেকে আগরতলায় আনা হয়। বৃহস্পতিবার তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। এই সময় ভারতরত্ন সংঘের প্রচুর সদস্য সমর্থক বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তারা রীতিমতো অভিযুক্তকে গালিগালাজ করেন এবং পুলিশকে বলে অভিযুক্তকে তাদের হাতে কয়েক মিনিটের জন্য ছেড়ে দিতে।
কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে তাকে এন সি সি থানার লক আপে রাখা হয়েছে। জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাজু বর্মনকে আদালতে তোলা হবে। গত ৩০ এপ্রিল খুন হয়েছিল ভিকি। এয়ারপোর্ট থানায় মামলার নম্বর ৩৭/২০২৪। এই মামলায় রাজু বর্মনকে মূল অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যায়। কারণ ভিকির পরিবারের পক্ষ থেকেই রাজুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। মঙ্গলবার আসামের কামরূপ জেলায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ রাজুকে আটক করে ও ট্রানজিট রিমাণ্ডে তাকে বৃহস্পতিবার আগরতলায় আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদে মধ্যে দিয়ে এই মামলার অনেক তথ্য বের হয়ে আসবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ