আগরতলা, ৩১ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় খোয়াই জেলায় খোয়াই মন্ডল ও রামচন্দ্র ঘাট মন্ডলে সারাদিন ব্যাপী পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপির প্রার্থীদের সমর্থনে ঝড়ো প্রচার করেন। প্রথমে পূর্ব গনকী গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের সমর্থনে ঘরঘর অভিযান করেন তারপর বিকেলে খোয়াই মন্ডলের জব্বর টিল্লা বাজারে এক নির্বাচনী সভাকে সম্মোধন করেন সন্ধ্যায় রামচন্দ্র ঘাট মন্ডলের সমতল পদ্মবিল গ্রামে এক উঠান সভায় উপস্থিত হন। উঠান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষান মোর্চা খোয়াই জেলা প্রভারি নকুল দেবনাথ, বিজেপি রামচন্দ্র ঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা ও স্থানীয় নেতৃত্ব গন।
সভায় বিশেষ অতিথির ভাষণে সঞ্জীব দেববর্মা মহাশয় বলেন সমতল পদ্মবিল গ্রামের সকল ভোটদাতা গণ নির্ভয়ে ভোটদানের মাধ্যমে যারা উস্কানিমূলক আচরণ করছেন এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে সমুচিত জবাব দেবেন। প্রধান অতিথির ভাষণে বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় বলেন রাজ্যে যে শান্তির বাতাবরণ বইছে এবং বিগত ছয় বছরে ত্রিপুরার যে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিকে গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে সুষ্ঠ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে। বিজেপি সরকার ত্রিপুরাতে গত ছয় বছরে যে উন্নতি মূলক কাজ করেছে তাতে ত্রিপুরার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ পর্যটন কৃষি সবকিছুতে এক বিশাল পরিবর্তণ এসেছে মানুষ এই রাজ্যে এখন শান্তিতে বসবাস করছেন। গত ৬বছরে শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের এক পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছু কিছু স্বার্থন্বেষী ব্যক্তি স্বার্থের রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আগামী ৮ আগস্ট বিজেপির পক্ষে বিপুল ভোট প্রদান করে মানুষ তার সমুচিত জবাব দেবেন। সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ