Advertisement

Responsive Advertisement

পুর নিগমের নব নিযুক্ত ওয়ার্ড সেক্রেটারীদের প্রশিক্ষণ

আগরতলা, ১৫ জুলাই : কাজের সুবিধার জন্য আগরতলা পুর নিগাম কতৃপক্ষ ১৭জন ওয়ার্ড সেক্রেটারিকে নিয়োগ করেছে। সোমবার তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় পুর নিগমের কনফারেন্স হলে। তাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। ওয়ার্ড সেক্রেটারীদের কি কাজ, কি ভাবে তারা সেই সমস্ত কাজ করবেন, প্রয়জনে কাদের সঙ্গে পরামর্শ করতে হবে, এই সমস্ত বিষয়গুলি বুঝিয়ে দেন মেয়র এদিন। নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরাও তা মনোযোগ দিয়ে শুনেন। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, যারা ওয়ার্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছে তাদের সকলকে স্বাগত জানান। সেই সঙ্গে তিনি ওয়ার্ড সেক্রেটারিদের প্রতি আহ্বান রাখেন তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন এবং মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে কাজ করবেন। ওয়ার্ড স্তরে কমিটি রয়েছে তাদের সঙ্গে এবং অধিকারিকদের সঙ্গে কথা বলে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ